নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেন (২২), আওয়ামী লীগ কর্মী বাসেদ মিয়া (৪২),
রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. আব্দুল আলীম সরকার (৫৮), দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী আসিফ দেওয়ান (২১), রূপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন (৪৩), রূপগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. সৈকত মিয়া (২৪)
আপনার মন্তব্য প্রদান করুন...