সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

আইভীর জামিনের আবেদন নামঞ্জুর, আইনজীবীরা যাবেন জজ কোর্টে

শরীফ উদ্দিন সবুজ / ৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সাবেক মেয়র ডা সেলিনা হায়াত আইভীর জামিনের আবেদন না মঞ্জুর করে দিয়েছে আদালত। সোমবার দুপুর সোয়া একটায় নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দ্বিতীয় আদালতে এ আবেদন করা হয়। আদালতের বিচারক ছিলেন শামসুর রহমান।

গণঅভ্যুত্থানে নিহত পেশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গত ৯ মে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করতে গেলে তার হাজার হাজার সমর্থক বাঁধা সৃষ্টি করে।
আদালত থেকে বের হয়ে হাইকোর্টের সিনিয়র আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান জানান, আদালতকে আমরা বলেছি আইভী স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি তিনবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং একবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। সিটি কর্পোরেশনের প্রত্যেকটা নির্বাচনে তার প্রতিদ্বন্দীরা তার কাছে প্রায় ১ লাখ ভোটে পরাজিত হয়। তার গ্রেপ্তারে নারায়ণগঞ্জ বাসীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। নারায়ণগঞ্জবাসী তার গ্রেফতার মেনে নিতে পারছে না। এই গ্রেফতারের কারণে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আই ভি আই ভি। এক্সট্রা অর্ডিনারি।
আইভীর পক্ষের আরেক আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান মাসুম জানান জেলখানায় যাতে আই ভি ডিভিশন পায় সেজন্য আদালতে আমরা আবেদন করেছিলাম। আদালত জেল কর্তৃপক্ষকে তাকে ডিভিশন প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন।
অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান আইভিকে শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেফতার করা হলেও শ্রমিক মিনারুল সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এটি সম্পূর্ণ একটি মিথ্যা মামলা। এখানে আদালত জামিন নামঞ্জুর করেছে। আমরা এখন জেলা জজ আদালতে যাব।
তারা ছাড়াও আদালতে এডভোকেট জিয়াউল ইসলাম কাজল অ্যাডভোকেট শাহিন মাহমুদ আরো বেশ কয়েকজন শুনানিতে অংশ নেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..