কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আখলাক হায়দার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনাসহ একাধিক মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আখলাক হায়দার আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হয়ে উঠেছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...