সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বর্ধিত বাস ভাড়া স্থগিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। শুক্রবার সকালে জেলা প্রশাসকের ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সকাল ১০টা ৩৩ মিনিটে দেওয়া পোস্টে বলা হয়, ‌অনিবার্য কারণে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে ২০ আগস্টের গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া আগের মতো বহাল থাকবে। আদেশক্রমে, জেলা ম্যাজিস্ট্রেট ও চেয়ারম্যান, যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি, নারায়ণগঞ্জ।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ছিল ৫০ টাকা। ২০ আগস্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়।

এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নগরের বাসিন্দারা। ২১ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বর্ধিত ভাড়ার প্রতিবাদে মানববন্ধন করে ‘নারায়ণগঞ্জের ছাত্র জনতা’ নামের একটি সংগঠন।
প্রতিবাদে শুক্রবার ও শনিবার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, গণসংহতি আন্দোলনসহ কয়েকটি সংগঠন। এছাড়া বর্ধিত ভাড়ার প্রতিবাদে বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, কমিউনিস্ট পার্টি, বাসদ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..