বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে নারায়ণগঞ্জে মাঠপর্যায়ে চলছে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি। এই কার্যক্রম পরিচালিত হচ্ছে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে।
মঙ্গলবার (৭ অক্টোবর) আমলাপাড়া, কালিবাজার, স্বর্ণপট্টি এবং আশেপাশের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে লিফলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই মোঃ জহির আহমেদ সোহেল এবং তার দলীয় সমর্থকবৃন্দ।
মোঃ জহির আহমেদ সোহেল বলেন, “তারেক রহমানের ৩১ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমার ভাই আবু জাফর আহমেদ বাবুল এই দায়িত্ব আমাকে দিয়েছেন। আমরা প্রতিদিন সাধারণ মানুষের মাঝে লিফলেট পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আমরা গরিব, অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছি— অতীতেও দাঁড়িয়েছি, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”
উল্লেখ্য, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সংস্কারের রূপরেখা, যা বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত। এ দফাগুলো জনগণের সামনে তুলে ধরতে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সারাদেশে বিএনপি নেতৃবৃন্দ ও কর্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে জানানো হয়,
এই লিফলেট বিতরণ কর্মসূচি প্রতিদিন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং আগামীতেও চলমান থাকবে। এর মাধ্যমে জনগণের মাঝে ৩১ দফা সম্পর্কে সচেতনতা তৈরি এবং আগাম রাজনীতির মাঠে নিজেদের প্রস্তুতি নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
আপনার মন্তব্য প্রদান করুন...