সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

ডিবি পুলিশ কর্তৃক ২৫৯০ পিস অবৈধ ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫

জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ সোহেল মিয়া ও এসআই(নিঃ)/অংকুর কুমার ভট্টাচার্য্য সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সোনারগাঁও থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে ১১/০৫/২০২৫ খ্রিঃ বিকাল আনুমানিক ১৬.৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাচঁপুর এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, বন্দর থানাধীন হেদায়েতপাড়া সাকিনস্থ জনৈক শামসুল হক এর ভাড়াটিয়া আরিফ বিল্লাহ(৪৪) এর বসত ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিকভাবে উল্লিখিত অফিসার ও ফোর্স বিকাল আনুমানিক ১৭.১০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারি ১। আরিফ বিল্লাহ (৪৪), পিতা- মৃত সৈয়দ আহম্মদ, সাং- মগাদিয়া, থানা-মিরসরাই, জেলা-চট্টগ্রাম, এ/পিঃ সাং-হেদায়েতপাড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অফিসার ও ফোর্স এর সহায়তায় তাকে আটক করে। ধৃত মাদক কারবারি আরিফ বিল্লাহ (৪৪) তার ভাড়াকৃত একতলা বিল্ডিং বসতঘরের সানসেট হতে নিজ হাতে বাহির করে দেওয়া বিভিন্ন ফলের ছবি সংবলিত প্যাকেটের ভিতর থাকা ১৩ (তের)টি এয়ার টাইট পলিথিনের প্যাকেটে সর্বমোট ২৫৯০ (দুই হাজার পাচঁশত নব্বই) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ২৫১ (দুইশত একান্ন) গ্রাম (ডিজিটাল পরিমাপক যন্ত্রে পরিমাপকৃত) এবং মোট অবৈধ বাজার মূল্য ৯,০৬,৫০০/- (নয় লক্ষ ছয় হাজার পাচঁশত) টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত অবৈধ ইয়াবা ট্যাবলেট সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে সে সাক্ষীদের সামনে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে উক্ত ঘটনাস্থল, বন্দর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে ।ধৃত আসামি মোঃ আরিফ বিল্লাহ বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) ধারার অপরাধ করেছে বিধায় তার বিরুদ্ধে বর্ণিত ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..