সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

তারেক রহমানের নির্দেশনা মেনে সাধারণ মানুষের সাথে ইফতার মাহফিল করলেন কুতুবপুর ইউ: মৎসজীবী দল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

পবিত্র মাহে রমজান মাসের শুরুর দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সাধারণ জনগণের সাথে ইফতার মাহফিল করার তাগিদ দিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান এবং নেতাকর্মীদের সে নির্দেশনা দেন যেখানে সাধারণ, দরিদ্র, নিন্ম আয়ের সর্বোপরি সকল স্তরের মানুষের ব্যাপক উপস্থিতি থাকা আবশ্যক। তার সেই নির্দেশনা মেনে কুতুবপুর ইউনিয়ন মৎসজীবী দলের উদ্যোগে প্রায় পাচশত মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়।

১৫ই মার্চ শনিবার খোলা মাঠে সামিয়ানা টাঙিয়ে পাচ শতাধিক মানুষের মাঝে বিশাল আয়োজনে ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক তন্ময় আহমেদ অনিক। অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম টিটু।

নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের প্রচার সম্পাদক ও ফতুল্লা থানা মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ সোহান এর সঞ্চালনায় ও কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুকের তত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হাজী মোঃ শহীদুল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, সহ সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান, প্রচার সম্পাদক মামুনুর রশীদ মামুন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাতবর, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুম আহমেদ রাজসহ বরো অনেকে।

এতো বিশাল আয়োজনে সাধারণ মানুষের তুষ্টি অর্জনে ও মানসম্মত খাবার পরিবেশনের জন্য প্রধান অতিথি শহীদুল ইসলাম টিটু আয়োজকদের সাধুবাদ ও ধন্যবাদ জানান। এসময় ইফতার মাহফিলে আসা সকল মানুষ এতো বড় সুন্দর আয়োজনের জন্য প্রশংসা করেন।

উল্লেখ্য, তন্ময় আহমেদ অনিক তার সর্বোচ্চ প্রচেষ্টায় জনগনের মুখে তৃপ্তির হাসি ফোটানোর প্রয়াসে প্রায় তিনদিনের নিরলশ পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তোলেন যেখানে শুধু মাত্র ছোলা, বুট, মুড়িতেই ইফতার আয়োজন সীমাবদ্ধ না রেখে কয়েক ধরণের ফল, ঠান্ডা শরবত ও বিরিয়ানির আয়োজন করে প্রশংসিত হন সর্বমহলে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..