সংবাদ শিরোনাম :
ভয়াবহ হতে পারে আগামী দিনগুলো। তাই এখনই ঐক্যবদ্ধ হোন, সংগঠিত হোন, জনগণের সঙ্গে সংযোগ বাড়ান: এড. টিপু দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করায় মহানগর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ-৫ এ গণজোয়ারের নাম আবু জাফর আহমেদ বাবুল, মিছিলে হাজারো মানুষের ঢল বক্তাবলী ইউনিয়নে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ, ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট টিপু রূপগঞ্জে হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গণমানুষের কাছে ৩১ দফা পৌঁছে দিতে নিরলস প্রচার, এগিয়ে আছেন আবু জাফর আহমেদ বাবুল ষড়যন্ত্রে বিচলিত নই: মাওলানা ফেরদাউস মনে রাখবেন, মানুষের ভালোবাসাই আমাদের আসল পুঁজি: এড. টিপু নারায়ণগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ, আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে নেতৃত্ব দেন সোহেল
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট টিপু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

১৬ বছর যারা নির্যাতিত হয়েছেন, দলের জন্য কাজ করেছেন সেই ত্যাগী নেতাদেরই অবশ্যই মূল্যায়ন করা হবে। এ কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী নূপুর কমিউনিটি সেন্টারে বন্দর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মীসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং লিফলেট বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ আয়োজনের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে যায়।

বক্তব্যের শুরুতে অ্যাডভোকেট টিপু বলেন,
আপনারা জানেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৬ বছর যারা নির্যাতিত হয়েছেন, দলের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন সেই ত্যাগী নেতাদেরই আমরা মূল্যায়ন করব।
ওই সময়ে যেসব শহীদ জীবন দিয়েছেন, তাদেরকেও সর্বোচ্চ মর্যাদায় স্মরণ করা হবে।
আজ যখন সুদিন এসেছে, তখন অনেক হাইব্রিড নেতার উত্থান হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই এক হাজার হাইব্রিড নয়, একদল ত্যাগী নেতাই আমাদের জন্য যথেষ্ট।

তিনি আরও বলেন,
সাখাওয়াত সাহেব কিংবা আমি আমরা জীবিত থাকা অবস্থায় কোনো হাইব্রিড নেতা কখনোই গুরুত্ব পাবে না। আমাদের কাছে মূল্যায়ন পাবে শুধু তারা, যারা হাসিনার স্বৈরাচারী শাসনের সময় গুলির ভয় না করে আন্দোলনের মাঠে থেকেছেন, জেল-হাজত উপেক্ষা করেছেন। সেই ত্যাগী নেতাকর্মীরাই আমাদের শক্তি।”

তিনি আরো বলেন আমাদের আদর্শ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বদা তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করেছেন। মা ও মাটির নেত্রী বেগম খালেদা জিয়াও ত্যাগীদের ভালোবাসেন। আজকের দিনেও জননেতা তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করেন।
সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে অনেকে মনোনয়ন চাইবে, তবে আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান ত্যাগী নেতাকর্মীদেরই অগ্রাধিকার দেবেন।

কর্মসূচির পর বন্দর পুরান এলাকা থেকে রেললাইন পর্যন্ত বিভিন্ন স্থানে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ পরিচালনা করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় সভাপতিত্ব করেন বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন,
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক,
জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মামুন,
বন্দর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব,
বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন।

‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মামুন, বন্দর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..