নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ অক্টোবর) বিকালে ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে ভুলতা,গোলাকান্দাইল,মুড়াপাড়া,ভোলাবসহ বিভিন্ন
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ডাকে এ সম্মেলন আয়োজন করা হয়। ভুলতা ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনামুল হকের নেতৃত্বে একটি বিশাল শোডাউন নিয়ে অনুষ্ঠানে যোগ দান করেন।
সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল ও শোডাউন নিয়ে সভাস্থলে আসেন, যা সম্মেলনটিকে বিশাল শোডাউনে পরিণত করে।
সভাটি মূলত কর্মীদের মনোবল বৃদ্ধি, আগামী দিনের আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি এবং সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্দেশ্যে আয়োজন করা হয়। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দলের দুর্দিনে পাশে থাকা ও সাংগঠনিক নিষ্ঠার ওপর জোর দেওয়া হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...