সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

নকশাবহির্ভূত ভবন নির্মাণে রাজউকের অভিযান, জরিমানা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১০৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নকশাবহির্ভূতভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নারায়ণগঞ্জ ৮/৩ জোনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের আলম খান লেন এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন।

অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের ৮/৩ জোনের সহকারী অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি প্রতিনিধি দল।

অভিযানে ‘ষ্টার ভিউ হাউজিং লিমিটেড’-এর থান কমপ্লেক্স এবং পশ্চিম দেওভোগ আলী আহম্মদ চুনকা সড়কের পাশে ‘খন্দকার হাউজিং লিমিটেড’-এর প্রকল্প ‘খন্দকার সফুরা ভিলা’-এই দুটি নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভবনগুলোর অতিরিক্ত অবৈধ অংশ ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভবনের নির্মাণ কাজ স্থগিত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন বলেন, দুটি ভবনের মালিককে জরিমানা করা হয়েছে। তারা অনুমোদিত নকশা উপেক্ষা করে অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। এছাড়া, অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে, নকশা অনুমোদনের বাইরে কোনো কার্যক্রম চলবে না এবং নকশা অনুযায়ী সংশোধন না হওয়া পর্যন্ত নির্মাণ কার্যক্রম বন্ধ থাকবে।

একই অভিযানের অংশ হিসেবে দেওভোগ বেপারী পাড়ার মতিন বেপারীর নির্মাণাধীন ভবন ও কারখানার কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..