জাতীয় মুক্তি, মানুষের ভোটাধিকার এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে সাধারণ মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জ শহরে আজ এক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে এই কর্মসূচির নেতৃত্ব দেন যুবনেতা জহির আহমেদ সোহেল। সোমবার সকাল ১১টায় চাষাড়া মিশনপাড়া থেকে শুরু হয়ে এই লিফলেট বিতরণ কর্মসূচি ডনচেম্বার, মেট্রোহল মোড়, খানপুর, চাষাড়া গোলচত্বর ঘুরে আবার মিশনপাড়ায় বাবুলের নির্বাচনী কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
লিফলেট বিতরণকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে তুলে দেওয়া হয় তারেক রহমানের ৩১ দফার বিবরণ, যাতে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণে বিএনপির রূপরেখা তুলে ধরা হয়েছে। এ সময় পথচারী, দোকানদার, স্থানীয় ব্যবসায়ী, যানবাহনের যাত্রী, নারী-পুরুষ নির্বিশেষে সকলের হাতে লিফলেট পৌঁছে দেওয়া হয়।
জহির আহমেদ সোহেল বলেন, “তারেক রহমানের ৩১ দফা কোনো দলীয় প্রচার মাত্র নয়, এটি হচ্ছে একটি জাতীয় রূপরেখা—যেখানে জনগণের মুক্তি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের অঙ্গীকার রয়েছে। আমরা চাই প্রতিটি নাগরিক এই দফাগুলো সম্পর্কে জানুক, বুঝুক এবং গণতান্ত্রিক আন্দোলনে শামিল হোক।”
তিনি আরও বলেন, “বাবুল ভাই সবসময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আজকের লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে আমরা তার সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছি সাধারণ মানুষের মাঝে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
এই কর্মসূচিতে সোহেলের সঙ্গে আরও ছিলেন স্থানীয় নেতাকর্মীরা, যারা নিজেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের বিভিন্ন প্রান্তে লিফলেট বিতরণে অংশ নেন। এলাকার সাধারণ মানুষও এ ধরনের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমকে স্বাগত জানান। যেখানে স্থানীয় নেতৃবৃন্দ ও তরুণ কর্মীরা অংশ নিয়ে আগামীর আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...