সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কৃষক দলের কমিটিতে আওয়ামী লীগ দোসরদের পুনর্বাসনের অভিযোগ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জে কৃষক দলের নতুন আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘোষিত কমিটিতে সাবেক আওয়ামী লীগ এমপি গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহচর দেওয়ান মাহমুদসহ মোহাম্মদ হোসেন ও মঞ্জুর আহমেদকে গঠিত কমিটিতে মোটা অংকের টাকার বিনিময়ে পুণর্বাসিত এবং গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করার অভিযোগ রয়েছে।

সূত্রে জানা যায়, আগামী দিনে কৃষক দলের কার্যক্রমকে এগিয়ে নিতে এই কমিটি গঠন করা হলেও, এর পিছনে রয়েছে বাণিজ্যের আঁতাত। অভিযোগ রয়েছে যে, দেওয়ান মাহমুদকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে যুগ্ম আহবায়ক হিসেবে রাখা হয়েছে, এবং কমিটির আহবায়ক ও সদস্য সচিব পদে মোহাম্মদ হোসেন ও মঞ্জুর আহমেদকে রাখা হয়েছে অসাধু উপায়ে।

স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ বিষয়ে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগ করেছেন যে, এই কমিটি দলীয় স্বার্থ অপসারণ করে শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য গঠিত হয়েছে।

সমাজের ন্যায় ও স্বার্থের রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় কৃষকগণ। তারা আশা করছেন, সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে এবং যারা কৃষক দলের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কৃষক নেতাদের দাবি, সদ্য ঘোষিত কমিটি আসলে ব্যক্তিগত স্বার্থে গঠিত হয়েছে এবং এর মাধমে একটি বিশেষ মহল পুনর্বাসনের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করছে। তারা অভিযোগ করছেন যে, এই কমিটি কৃষকদের স্বার্থের বিপরীতে গিয়ে দলের কার্যক্রমকে ক্ষুণ্ন করছে।

স্বার্থ রক্ষার লক্ষ্যে গঠিত এই কমিটির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে যে, এতে সাবেক আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহচর দেওয়ান মাহমুদ, মোহাম্মদ হোসেন ও মঞ্জুর আহমেদসহ অন্যান্য ব্যক্তি উপস্থিত রয়েছেন যারা নতুন করে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের পায়তারা করছে।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..