সংবাদ শিরোনাম :
ভয়াবহ হতে পারে আগামী দিনগুলো। তাই এখনই ঐক্যবদ্ধ হোন, সংগঠিত হোন, জনগণের সঙ্গে সংযোগ বাড়ান: এড. টিপু দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করায় মহানগর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ-৫ এ গণজোয়ারের নাম আবু জাফর আহমেদ বাবুল, মিছিলে হাজারো মানুষের ঢল বক্তাবলী ইউনিয়নে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ, ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট টিপু রূপগঞ্জে হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গণমানুষের কাছে ৩১ দফা পৌঁছে দিতে নিরলস প্রচার, এগিয়ে আছেন আবু জাফর আহমেদ বাবুল ষড়যন্ত্রে বিচলিত নই: মাওলানা ফেরদাউস মনে রাখবেন, মানুষের ভালোবাসাই আমাদের আসল পুঁজি: এড. টিপু নারায়ণগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ, আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে নেতৃত্ব দেন সোহেল
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ হিসেবে সমালোচিত ‘জুলাই যোদ্ধা’ আহসান হাবিব গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

রাজনৈতিক অঙ্গনে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ হিসেবে সমালোচিত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের পর নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেওয়া এই নেতাকে আজ শনিবার ভোরে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আহসান হাবিবের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাদের সহায়তা করছিলেন এবং নতুন সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। শনিবার ভোর ৬টার দিকে গুলশানের ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁর ১০ দিনের রিমান্ড চাইবে।

বিতর্কের কেন্দ্রে ‘পল্টিবাজ’ পরিচয়:

আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং দলটির কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক হওয়া সত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানের সময় তার ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক রাজনৈতিক সহকর্মী তাকে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ওই সহকর্মীর মতে, আহসান হাবিব সবসময় নিজের ব্যক্তিগত সুবিধা আদায় ও অবস্থান ধরে রাখতে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে তিনি সরকারবিরোধী অবস্থান নেন এবং নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তার বাবা এম এ সাত্তার ভূঁইয়া ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন এবং দল থেকে সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

তবে, আহসান হাবিবের ঘনিষ্ঠজনেরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

ব্যারিস্টার আহসান হাবিব ‘পরিবর্তন করি ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত। তার এই গ্রেপ্তার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..