পাইকগাছার খড়িয়ায় অষ্ঠ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রী শ্রী রটন্তী কালী পূজা উদযাপন উপলক্ষে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া লেবুবুনিয়ার চক দক্ষিণ পাড়ায় ৬ষ্ঠ বর্ষ শ্রী শ্রী রটন্তী কালী পূজা ও অষ্ঠ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার থেকে শুরু হওয়া যজ্ঞানুষ্ঠান বৃহস্পতিবার সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকালে পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য দিলীপ কুমার মন্ডল, অরবিন্দু মন্ডল, পরমানন্দ সানা, রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মিনতী রাণী মিস্ত্রি, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পূজা উদযাপন কমিটির সম্পাদক রবীন মন্ডল, গোবিন্দ মন্ডল, কিরণ মন্ডল ও উৎপল মন্ডল। সার্বিক পরিচালনায় খড়িয়া সেভেন স্টার সংঘ দায়িত্ব পালন করছে।।
আপনার মন্তব্য প্রদান করুন...