নারায়ণগঞ্জের ফতুল্লায় পাসপোর্ট তৈরি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক রোহিঙ্গা তরুণী। ২৭ আগস্ট বুধবার দুপুরে ফতুল্লার ভূইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার হওয়া রেহিঙ্গা তরুণী হাসিনা (২৯) কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিন হৃলার জালাল আহম্মেদের মেয়ে।
জানা গেছে, বুধবার দুপুর তিনটায় বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে ফতুল্লার ভূইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আসেন। কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন সে রেহিঙ্গা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
এ সময় তার কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র সহ একটি এনআইডি কার্ড পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পাসপের্ট করতে এসে ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা নিশ্চিত হয় সে রেহিঙ্গা। তখন পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে রেহিঙ্গা তরুণীকে আটক করে থানায় নিয়ে আসে। দালালের মাধ্যমে এই রোহিঙ্গা তরুণী বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর পেছনে কারা জড়িত, পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন, তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...