মোঃ শাহরিয়া আকবর সিয়ামকে সভাপতি এবং মো : সাইফুল ইসলাম পিয়াসকে সাধারণ সম্পাদক করে প্রথম বারের মতো হাজী মিসির আলী কলেজে কোন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা করা হলো।
১৯ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সভাপতি মো : রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো : নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ছাত্রদল কমিটির অনুমোদন দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান দোলন নব নির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, অনেক রক্ত আর জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের বাংলাদেশ সেসকল শহীদদের রেখে যাওয়া আমানত রক্ষা আজ ছাত্রসংগঠনসমূহের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।তাই, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকারকেন্দ্রিক নতুন ধারার ছাত্র রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত তৈরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।
হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের পদ পেয়ে মোঃ শাহরিয়া আকবর সিয়াম ও মো: সাইফুল ইসলাম পিয়াস মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সভাপতি মো : রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মো : নাছির উদ্দীন নাছির, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন সহ সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুমোদন প্রাপ্ত হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতে যারা রয়েছেন তারা হলেন সভাপতি মো: শাহরিয়া আকবর সিয়াম,সিনিয়র সহসভাপতি সুমাইয়া আহমেদ, সহসভাপতি সুমাইয়া আক্তার, সাধারণ সম্পাদক মো : সাইফুল ইসলাম পিয়াস,সিনিয়র যুগ্ম সম্পাদক জুবায়ের মোল্লা,যুগ্ম সম্পাদক সিনথিয়া আমিন,সাংগঠনিক সম্পাদ সৈকত আহম্মদ, দপ্তর সম্পাদক মোরসালিন মাহমুদ শিশির, ছাত্রী বিষয়ক সম্পাদক আয়েশা ইসলাম।
আপনার মন্তব্য প্রদান করুন...