বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও প্রচারে নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নে আয়োজিত হলো পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি। স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
বুধবার সকাল ১০টায় প্রতাপনগর খেয়াঘাট এলাকা থেকে এ কর্মসূচির সূচনা হয়। পরে পথসভা ও প্রচারণা চালানো হয় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির।
এসময় বক্তাবলীর প্রতাপনগর, আকবর নগর, রাজাপুর, লক্ষীনগরসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল স্থানে নেতাকর্মীরা হাতে হাতে লিফলেট বিতরণ করেন। এতে জনগণের মাঝে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা ও বিএনপির অবস্থান তুলে ধরা হয়।
নেতারা জানান, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড, গ্রাম—সবখানে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। সাধারণ মানুষের মাঝে গণতন্ত্র ও অধিকারবোধ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।
কর্মসূচি শেষে বক্তাবলী ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন থানা বিএনপির নেতারা। নেতৃবৃন্দ অফিস সংস্কারে সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
বক্তাবলী ইউনিয়নে এই আয়োজন ছিল শুধু প্রচার নয়, জনমত গঠনের একটি শক্তিশালী প্রয়াস। বিএনপি নেতৃবৃন্দ স্পষ্ট করেছেন—এই আন্দোলন কেবল দলীয় নয়, এটা দেশের ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। তারা বিশ্বাস করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
আপনার মন্তব্য প্রদান করুন...