বগুড়ার শাজাহানপুরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জমান তালুকদার লালু। রবিবার(২৬ই জানুয়ারি) বিকেলে খলিশাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লায়ন্স ক্লাব অব ঢাকা রজনীগন্ধার আয়োজনে দুই শতাধিক অসহায়ের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী এহসানুল কবির শুভ, দৈনিক উত্তর পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুজামান সিরাজ বিজয়, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান অটল, গাবতলি যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, আব্দুল লতিফ, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজা, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ।
আপনার মন্তব্য প্রদান করুন...