নিজস্ব সংবাদদাতা // নানা বিষয়ে আলোচিত -সমালোচিত হত্যাসহ প্রায় অর্ধ ডজন মামলার আসামী নিয়াজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ফতুল্লা থানা পুলিশ ওসমান পরিবারের দোসর ও রাজাকার পরিবারের উত্তরসূরি নিয়াজ উদ্দিনকে গ্রেফতার করেছে। নিয়াজ উদ্দিন আহমেদকে ফতুল্লা থানা পুলিশ গ্রেফতার করেছে এমন সংবাদে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। নাসিক ২৪ নং ওর্য়াড বন্দরের জালাল সরদার বাড়ি মোড় এলাকার নিয়াজ উদ্দিন আহমেদ।
মসজিদের সম্পত্তি গ্রাসের অভিযোগ সেই আলোচিত সমালোচিত নিয়াজের বিরুদ্ধে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ কামালউদ্দিন মোড়স্থ টি হোসেন রোডের হাজী জালাল সরদার জামে মসজিদের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ওসমান দোসর নিয়াজ মাহমুদের বিরুদ্ধে। মসজিদের ওয়াকফকৃত সম্পত্তিতে ইতোমেধ্যে একটি নামধারী স্কুলও গড়ে তুলেছে সে। তার এহেন আচরণে ফুঁসে উঠতে শুরু করছে মুসল্লীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। এ ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশংকা করছে এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে মসজিদের নিয়মিত নামাজ আদায়কারী মুসল্লী জানান,নিয়াজ মাহমুদ একজন সুবিধাবাদী লোক। নিজের প্রয়োজনে সে যে কোন ব্যক্তিকে ম্যানেজ করে মানুষের জায়গা-জমি দখলে নেয়। তার নামে যে কমিউনিটি সেন্টার সেটাও তার জায়গা না। অনেকের ওয়ারিশের সম্পত্তি সে একাইজোরপূর্বক দখলে নিয়েছে। এখন আবার স্বয়ং আল্লাহর ঘর মসজিদের জায়গাও দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। এই সম্পত্তির কিছু অংশ তাদের ছিল কিন্তু তারা সেগুলো ওয়াকফ করে দিয়েছেন দলিলে তার সাক্ষরও রয়েছে অথচ নিজের স্বার্থে এখন সেই জায়গাও দখলে নিতে চাইছে। যারা মসজিদের সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি করে তারা কাফেরের বংশধর। অপরাপর মুসল্লী একই শর্তে জানান,নিয়াজ মাহমুদের সঙ্গে কথা বললে মনে হয় সে ভাজা মাছ উল্টিয়ে খেতে জানেন না আসলে সে অনেক গভীর জলের মাছ। আওয়ামীলীগ সরকারের আমলে সে বন্দরের অনেকের জায়গা দখল করেছে। সেলিম ওসমান,শামীম এবং আজমীর ওসমানের দোসর ছিলেন তিনি। যখন যেখানে যাকে প্রয়োজন তখন সেখানে তাকে দিয়েই কাজ বাগিয়ে নিতেন।
আওয়ামীলীগের ক্যাডার শাহ নিজাম,হেলালসহ সবার সঙ্গে তার গভীর সখ্যতা থাকায় কেউ তার বিরুদ্ধাচরণ করতে সাহস পেতো না। ইদানীং সে আবার নিজেকে বিএনপি-জামায়াতের অনুসারী দাবি করে মসজিদটি নিয়ে নানা তালবাহানা করছে। এলাকাবাসী নিয়াজ মাহমুদের রাহুর গ্রাস থেকে জালাল সরদার মসজিদের সম্পত্তি মুক্ত চান। তার প্রশাসনের উর্দ্ধতন মহলসহ বাংলাদেশ সেনাবাহিনীর স্থানীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হস্তপেক্ষ কামনা করছেন। এ ব্যাপারে নিয়াজ মাহমুদের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁয়ে হেফাজত কর্মী হত্যার ৩ বছর পর মামলা ও সাবেক ২ এমপির সাথে নিয়াজ উদ্দিনসহ ১২৮ জনের নামে মামলা নিয়ে সর্ব মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা। চায়ের দোকান হতে বিভিন্ন শপিং মহল ও সাধারন জনগনের মাঝে দেখা মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। দেশজুড়ে মামলা সেই বিষয় আমাদের দেখে লাভ নেই। আমরা চিন্তায় আনতে পারি না নিয়াজ উদ্দিন আহমেদ সাহেবের বিষয়টি। তিনি রাজনীতি করতো কি না তা জানি না। এখন দেখতেছি তিনিতো গভীর জ্বলের মাছ। না ধরি মাছ না ছুই পানি এরই নাম নিয়াজ উদ্দিন। বিগত সরকারের সময়ে ওসমান দোসরদের সাথে গোপন সখ্যাতা, তেমনি লালন করতো একাধিক গ্রুপ। যা তার সামনে বা পেছনে কোন গ্রুপ বা লোকের ছবিতে না পাইলেও তার কাজ হাসিলে যে সময় যাকে প্রয়োজন তাদের ব্যবহার করতো। ওসমানরা নেই এখন হাত মিলিয়ে রীতিমতো মিছিল করতে দেখা গেছে। মহানগর বিএনপির আহবায়ক এড শাখাওয়াত হোসেন ও সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপুর সাথে সেই নিয়াজ উদ্দিন আহমেদের মিছিলের ছবি ভাইরাল। কে এই নিয়াজ উদ্দিন আহমেদ সমাজে সুশীল আবার নিজ স্বার্থ হাসিলে সকল দরজায় যাওয়ার। দেখতে ভদ্র হলেও তার ভিতরে আরেক।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ল০ক জানায়, তার কমিউনিটি সেন্টারের জায়গা নিয়ে সমস্যা, মসজিদে জায়গা দেওয়া নিয়ে মারামারি এমনকি কাজও বন্ধ ছিল। এখন দেখা যায় তার বাহিনীও আছে। যে বাহিনী দিয়ে মসজিদের পিছনে বাড়িঘর ভাংচুর ও দখলও করেছে। জমি সংক্রান্ত মামলাও রয়েছে তার বিরুদ্ধে। সমাজ থেকে এমন ভদ্রবেশী লোকগুলোকে সনাক্ত পূর্বক আইনের আওতায় নিয়ে যথাযথ বিচার করার।
উল্লেখ য, রয়েল রিসোর্টে হেফাজত কর্মীর মৃত্যুর তিন বছর পর দুই সংসদ সদস্যসহ ১২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে হেফাজতে ইসলাম সোনারগাঁ শাখার সদস্য মাওলানা শাজাহান শিবলী।
রবিবার রাতে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী।
মামলায় নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল-কায়সার, নিয়াজ উদ্দিন আহমেদসহ ১২৮ জনকে আসামি করা হয়।
এ মামলায় নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার জায়েদুল আলম, রাজধানীর মতিঝিল জোনের সাবেক এডিসি আতিকুল ইসলাম মুরাদ, সোনারগাঁ উপজেলার সাবেক নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ ডিবির সাবেক ওসি মো. এনামুল কবির ও সোনারগাঁ থানার সাবেক ওসি মো. হাফিজুর রহমানকেও আসামি করা হয়েছে।
মামলায় হেফাজতে ইসলামের সমর্থক শাহজাহান শিবলী উল্লেখ করেন, “কেন্দ্রীয় হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তার স্ত্রীসহ গত ২০২১ সালের ৩ এপ্রিল রাতে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অবকাশ যাপনের জন্য আসেন। ওই সময় দুই সাবেক সংসদ সদস্যের ষড়যন্ত্রে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এজহারনামীয় আসামিরাসহ এক থেকে দেড়শ আসামি মামুনুল হককে স্ত্রীসহ হেনস্তা করে রিসোর্ট থেকে বের করে দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের হেফাজত কর্মী মাওলানা ইকবাল হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মামুনুল হককে স্ত্রীসহ হেনস্তার জোরালো প্রতিবাদ করেন। এসময় আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষিসহ লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত অবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে। ওই সময় পুলিশ তাকে রিমান্ডের নামে নির্যাতন করে। নির্যাতনে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। ২০২১ সালের ২১ এপ্রিল রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এজহারে আরও উল্লেখ করা হয়, ওই সময় বিরূপ পরিস্থিতির কারণে মাওলানা ইকবাল হোসেনের পরিবার মামলা করতে সাহস পায়নি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় তার পরিবারের পক্ষে মামলা দায়ের করা হলো।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বলেন, “গত রবিবার রাতে অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।”
আপনার মন্তব্য প্রদান করুন...