সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
সোমবার, ২৬ মে ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

বন্দরে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার: অপহরণকারী আটক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর-ঘারমোড়া এলাকায় জনতার সহায়তায় অপহৃত মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমান (২৩) কে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণ চক্রের মূলহোতা কাজী মাসুদ (৩৮) কে আটক করা হয়েছে।

গত রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় আজিজ মিয়ার বাড়ি থেকে শিক্ষক সাইদুর রহমানকে উদ্ধার করা হয়। সাইদুর রহমান সিলেট জেলার গোয়াইনঘাট থানার করগাঁও এলাকার আনফর আলী মিয়ার ছেলে এবং ডেমরা থানার সারুলিয়া পশ্চিম বক্সনগরের তারতিলুল কোরআন মাদ্রাসার শিক্ষক। আটককৃত কাজী মাসুদ বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

অপহৃত শিক্ষক সাইদুর রহমান জানান, তিনি মদনপুরে তার ফুফাতো ভাই জুয়েলের সঙ্গে দেখা করার পর কর্মস্থলে ফেরার জন্য সিএনজিতে ওঠেন। সিএনজি গাড়িটি কিছু দূর যাওয়ার পর যাত্রীবেশে থাকা অপহরণকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তাকে প্রায় ৪ ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন, ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। জীবনের নিরাপত্তার স্বার্থে সাইদুর রহমান তার আত্মীয়-স্বজন ও বন্ধুদের সহায়তায় বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠান।

এছাড়াও অপহরণকারীরা একটি মেয়েকে দিয়ে ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। সাইদুর রহমানের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অপহরণকারী কাজী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, অপহরণকারী কাজী মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পলাতক বাকি অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত কাজী মাসুদকে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..