নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় শিংগা শোলপুর ইউনিয়নের গোবরা বাস ষ্টান্ডে বিএনপি অফিসে তিনটি বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির তিনজন নেতাকর্মী আহত হয়েছে।
আহতরা হল, গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী এবং জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী।
আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার ৭ মার্চ রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম।
আপনার মন্তব্য প্রদান করুন...