সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

হুমায়ুন কবির ফরিদী / ১৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

জগন্নাথপুরের কৃতি সন্তান বিএনপি নেতা গ্রীস শাখা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি রাজন তালুকদার এর উপর পল্টন থানায় আরোপিত মিথ্যা মামলা দায়ের এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত জগদীশপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজ সেবক আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রীস শাখার সভাপতি রাজন তালুকদারকে আওয়ামী লীগ সাজিয়ে রাজধানী শহর ঢাকার পল্টন থানায় তাঁর উপর আরোপিত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জগদীশপুর গ্রামবাসী ও বৃহত্তর সিলেট অঞ্চলের বিএনপি পরিবার ও ক্রীড়া প্রেমীদের ব্যানারে ২২শে আগষ্ট রোজ শুক্রবার বাদ আছর রাজন তালুকদার এর নিজ বাড়ীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রিপন এর পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য জাবেদ আলম কোরেশি, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহীন আহমদ, ক্রীড়া সংগঠক বিএনপি নেতা শিবলু আহমদ, সজিব আহমদ, রাজু মিয়া, রোমান আহমদ, আলাউদ্দিন মনাই, সাদিকুর রহমান ও কাজী শাওকত রহমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জগদীশপুর গ্রামে বিশিষ্ট মুরব্বীয়ান,যুবক ও বিএনপি পরিবার নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার দেড় শতাধিক লোকজন।
বক্তারা তাদের বক্তব্য বলেন, রাজন তালুকদার একজন আপাদমস্তক ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক মনা ও বিএনপি মনা তরতাজা যুবক। সে বিগত ১৭ বছর বিএনপির সবকটি আন্দোলন সংগ্রামে দেশেবিদেশে, মাঠে -ময়দানে বিএনপির হয়ে কাজ করেছে। তাকে আওয়ামী লীগের তকমা দিয়ে কুচক্রী মহল তাঁকে মিথ্যা মামলায় জড়িয়েছে। আমরা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল কলকলিয়া ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজন তালুকদার এর বাড়ী প্রাঙ্গণে ফিরে এসে শেষ হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..