সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিএনপি বিচারহীনতার সংস্কৃতি চায়না: মামুন মাহমুদ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
oplus_0

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিচারহীনতার সংস্কৃতি যেন এদেশে চালু আর না হয়। বিএনপি বিচারহীনতার সংস্কৃতি চায়না। অপরাধিদের বিচার না হলে এদেশে আবার শেখ হাসিনার মত স্বৈরাচারী শাসকের জন্ম হবে। তাই তারেক রহমানের নির্দেশনায় আমরা এমন একটা সমাজ গড়তে চাই, যে সমাজে কেউ কারো দোকানে চাঁদা চাইবে না। কেউ কারো বাড়ি, জমি, ও মিল-কারখানা দখল করবে না।

শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জ এমডব্লিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৭নং নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত শীতার্থদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিরা দেশের মানুষের হক মেরে, মানুষের টাকা মেরে, রাজপথে মানুষ গুলি করে মেরে পালিয়ে গেছে ভারতে। ভারত যদি তাকে ফিরিয়ে না দেয়, আমরা যেকোন মূল্যে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবো। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি মানুষের ভোটের বিশ্বাস করে। তাই মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজপথ ছাড়ে নাই।

জেলা বিএনপি সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্লা মো. শাখাওয়াত হোসেন। এসময় আরোও উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূইয়া, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক যুবদলের আক্তারুজামান মৃধা, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হুয়েল রানা, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ফারহান, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল, ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দুলাল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল মো. হামীম, শেখ মোঃ খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, মোঃ সালাউদ্দিন, আতাউর রহমান প্রিন্স, জসিম, শাওন, সঞ্জয় ও মিন্টু সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..