সংবাদ শিরোনাম :
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়- জাহিদুল ইসলাম মিঞা ‘বিষপান করা’ চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের পায়ের রগ কেটে ফেলার হুমকির অভিযোগ সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ১৯ জন

স্টাফ রিপোর্টার: / ৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের ১৯ জন পরিচালক পদপ্রার্থীকে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন বোর্ডের সভা শেষে এই ঘোষণা আসে। এ ১৯ জন পরিচালকের মধ্য থেকে পরবর্তীতে সভাপতি ও দুইজন সহসভাপতি নির্বাচিত হবেন।

এর আগে গত বুধবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের (২০২৫-২৭) নির্বাচনে ৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
শেষদিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনের আর প্রয়োজন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকদের নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রার্থিতা প্রত্যাহার করেন জেনারেল গ্রুপের মাসুদুজ্জামান, রতন কুমার সাহা, মোহাম্মদ বজলুর রহমান, মো. আব্দুল হাই রাজু, মাহফুজুর রহমান খান (মাহফুজ) ও এম নাসির উদ্দীন এবং এসোসিয়েট গ্রুপের মোহাম্মদ মনিরুল ইসলাম।

এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সচিব হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের সভায় ১৯ জন প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।

জেনারেল গ্রুপে নির্বাচিতরা হলেন- মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।

এসোসিয়েট গ্রুপে রয়েছেন মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক।
এবং ট্রেড গ্রুপে শ্রী বিকাশ চন্দ্র সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..