সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিয়ের ৩ দিন পর গৃহবধূকে হত্যা, ঘাতক স্বামী আটক 

দিনাজপুর প্রতিনিধি / ৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

দিনাজপুর চিরিরবন্দরে নববধূকে তানিয়া আক্তারকে (১৮) গলাটিপে হত্যা করেছে স্বামী আব্দুর রহিম (২২)। এ ঘটনায় ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রবিবার (৯ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক আব্দুর রহিম এই গ্রামের আজাহার আলীর ছেলে। তানিয়া আক্তার পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত বৃহস্পতিবার রাতে দুই পরিবারের আলোচনার মাধ্যমে তানিয়ার সঙ্গে আব্দুর রহিমের বিয়ে হয়। বিয়ের পর নতুন স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে রবিবার রাতে তাকে হত্যা করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ জানান, নববধূর পরিবার খবরে পুলিশ গিয়ে ঘাতকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে এই হত্যকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিবার হত্যা মামলা করেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, আব্দুর রহিম গলাটিপে তার স্ত্রী তানিয়াকে হত্যা করে বলে স্বীকার করেছেন। নববধূর অন্যত্র প্রেমের সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহে রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে তার বুকের উপর উঠে শ্বাসরোধ করে হত্যা করে আব্দুর রহিম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..