সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়া বৃদ্ধ বয়সেও জেল খেটেছেন কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আপোষ করেন নি : টিটু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ জুন, ২০২৫

বেগম খালেদা জিয়া বৃদ্ধ বয়সেও জেল খেটেছেন কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আপোষ করেন নি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বৃদ্ধ বয়সে জেল খেটেও স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আপোষ না করে দল ও দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে।

আজ পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতি আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। তিনি বক্তব্যে বলেন, ‘‘বেগম খালেদা জিয়া, যিনি একটি গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী, তিনি কখনোই তার আদর্শ থেকে এক অংশও দূরে সরে যাননি। তার সংগ্রামী জীবন আমাদের প্রেরণা।’’

শহীদুল ইসলাম টিটু আরও বলেন, ‘‘যদিও সরকার তিনবার প্রধানমন্ত্রী থাকাকালীন আমাদের চেয়ারপারসনকে জেলে রেখে, নানা ষড়যন্ত্র করে, কিন্তু তিনি সব সময়ের মতোই দেশের জনগণের প্রত্যাশার প্রতীক হয়ে থাকবেন। তার সাহসিকতা আমাদের সমগ্র বিএনপি পরিবারকে নেতৃত্ব দেবে।’’

দোয়া ও আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন এবং তারা খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনর্জাগরণের জন্য সমন্বিত আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। সভাটিতে বিএনপির অন্যান্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সভায় শেষে, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাগলা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মুহাম্মদ শহীদুল্লাহ , যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মোঃ বাবুল আহমেদ ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পাগলা বাজার সমিতির সম্পাদক আলহাজ্ব মোঃ মাজহারুল ইসলাম ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..