মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর খানপুর মহসিন ক্লাবের উদ্যোগে আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যার পরে নগরীর খানপুর চিলড্রেন পার্ক মাঠে মহসিন ক্লাবের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিস্কুট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পুরুস্কার গ্রহন করেন সাংবাদিক মাসুদ তালুকদারের ছেলে মুনতাসির রহমান তালুকদার।
এসময় পুরুুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শামসুজ্জামান ভাষানী,
মোঃ আসাদুজ্জামান রিংকু, আতাউল হোসেন বুটু , জাহাঙ্গীর আলম,
মহাসিন ক্লাবের শিশু কিশোর
ফুটবল একাডেমির পরিচালক মোঃ সাঈদ খান.. আতাউল হোসেন বুটু . জাহাঙ্গীর আলম.. কামাল .. আরমান. মোনির হোসেন.. আকরাম হোসেন..
কামাল,আরমান, মনির হোসেন., আকরাম হোসেন, শাওন… আলামিন সহ প্রমূখ ।
শতাধিক বিজয়ীদের কমল মতি শিশুদের হাতে পুরস্কার তুলে দিলেন নারায়ণগঞ্জে মহসিন ক্লাবের নেতৃবৃন্দ ।
আপনার মন্তব্য প্রদান করুন...