সংবাদ শিরোনাম :
টয়লেট পরিচালনা শিখতে চীন যাচ্ছেন সরকারি কর্মকর্তারা রূপগঞ্জ ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক নেয়ামুল হাসানের আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি রূপগঞ্জে বিআরটিসি বাসে চরম দুরবস্থা: যাত্রী সেবা নয়, দুর্ভোগের প্রতীক একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে মিশন পাড়া পঞ্চায়েত পরিষদের অফিস উদ্বোধন ৫ আগস্ট পদত্যাগ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন রূপগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক হরিকান্তকে অপসারণের দাবিতে মানববন্ধন রূপগঞ্জে মাদকাসক্ত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত রূপগঞ্জে মহানবীকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার গৃহ মেরামতের জন্য ফ্রেন্ডস এসোসিয়েশন কর্তৃক নগদ অর্থ বিতরণ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জমিয়তের গর্জন: “ভয় নয়, প্রতিবাদেই থেমে যায় অন্যায়” — ফেরদাউসুর রহমান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ভোলাইল আলীপাড়া মাঠ যেন শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রূপ নিলো প্রতিবাদের মঞ্চে।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাশিপুর ইউনিয়নের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান।

তিনি বলেন,
“যদি কোনো মাদক ব্যবসায়ী ভয় দেখায়, সেই ভয়ে লুকিয়ে থাকবেন না। মনে রাখবেন, ভয়ে অধিকার কেড়ে নেওয়া হয়, আর প্রতিবাদ করলে অন্যায় থেমে যায়।”

ফেরদাউসুর রহমান অভিযোগ করেন,
“আমরা বারবার এসপি, ওসি, ডিসিকে জানিয়েছি কারা মাদক ব্যবসা করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ আসতে আসতে এলাকায় সব কারবার শেষ হয়ে যায়।”

তিনি আরও জোর দিয়ে বলেন,
“অন্যায় প্রতিরোধে আমাদের পুলিশ, র‌্যাব বা আর্মির প্রয়োজন নেই। জনগণ যদি প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলে, মহল্লাভিত্তিক ঘোষণা দেয়—আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজ থাকতে পারবে না—তাহলে তারা টিকতে পারবে না। আমি আজ এখান থেকে ঘোষণা দিচ্ছি, আপনারা পুলিশের কাছে নয়, জমিয়তের নেতাদের ফোন করবেন। রাত গভীর হলেও আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো।”

দৃপ্ত কণ্ঠে তিনি আরও যোগ করেন,
“মাদক কারবারি বা চাঁদাবাজদের আমরা ভয় পাই না। অন্যায়কে রুখতে হলে সাধারণ মানুষকেই জেগে উঠতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তবে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জমিয়তের নেতারা সর্বদা আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা ঘোষণা দেন, আগামী দিনে এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় প্রতিরোধে শপথ নিতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, ফতুল্লা থানা সহ-সভাপতি মুফতী আলাউদ্দিন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী মোস্তাফিজুর রহমান, পশ্চিম ভোলাইল জামে মসজিদের ইমাম মুফতী আবদুল আহাদ, জমিয়ত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শেখ হীরা ইসলাম, আনিসুর রহমান সানি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..