সংবাদ শিরোনাম :
তাঁতীদল সিলেট জেলার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন সিলেট কৃষিজীবী ইউনিয়নের সঙ্গে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ আওয়ামী দোসরদের হাতে বিএনপির পতাকা: নারায়ণগঞ্জবাসীর ক্ষোভ টয়লেট পরিচালনা শিখতে চীন যাচ্ছেন সরকারি কর্মকর্তারা রূপগঞ্জ ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক নেয়ামুল হাসানের আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি রূপগঞ্জে বিআরটিসি বাসে চরম দুরবস্থা: যাত্রী সেবা নয়, দুর্ভোগের প্রতীক একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে মিশন পাড়া পঞ্চায়েত পরিষদের অফিস উদ্বোধন ৫ আগস্ট পদত্যাগ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন রূপগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক হরিকান্তকে অপসারণের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

রক্তচাপ বাড়ানো জয়, সুপার ফোরে হাসিমুখে বাংলাদেশ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

১৬৯ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ টিকে ছিল। শেষ পর্যন্ত ১ বল ও ৪ উইকেট হাতে রেখে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু করল বাংলাদেশ।

শেষ ওভারের নাটক

শেষ ৬ বলে দরকার ছিল ৫ রান। দাসুন শানাকার করা ওভারের প্রথম বলেই চার মেরে ব্যবধান নামিয়ে আনেন জাকের আলী। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে ফিরতে হয় তাঁকে। তৃতীয় বলে রান আসেনি। চতুর্থ বলে ক্যাচ দিয়ে ফিরলেন মেহেদী হাসান। তখনো ১ রান দরকার, টানটান উত্তেজনা।
অন্য প্রান্তে রাগে কাঁপছিলেন শামীম হোসেন। পঞ্চম বলে নেমে আসা নাসুম আহমেদ ঠাণ্ডা মাথায় শর্ট থার্ডম্যান দিয়ে ১ রান নিয়ে নিশ্চিত করেন জয়।

বাংলাদেশের রান তাড়া

ওপেনার তানজিদ শূন্য রানে ফেরেন দলীয় ১ রানেই। এরপর অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে দলকে সামলে নেন সাইফ হাসান। দুজন মিলে যোগ করেন ৫৯ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়ার পর লিটন ফেরেন।

এরপর সাইফের সঙ্গে হাত মেলান তাওহিদ হৃদয়। দুজন মিলে গড়েন ৫৪ রানের জুটি। ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন সাইফ। অন্যদিকে হৃদয় খেলেন দারুণ আক্রমণাত্মক ইনিংস—৩৭ বলে ৫৮ রান। শামীম হোসেনকে নিয়ে তিনি ২৭ বলে ৪৫ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তবে জয়ের মাত্র ১০ রান দূরে থাকতে ১৯তম ওভারে আউট হন হৃদয়। এরপরই আসে শেষ ওভারের নাটকীয়তা।

বড় লক্ষ্য তাড়া করে জয়

টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য এটি ছিল অন্যতম বড় লক্ষ্য তাড়া করে জয়। এর চেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয় এসেছে মাত্র দু’বার। সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য তাড়া করে ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষেই জয় পেয়েছিল টাইগাররা।

পরের ম্যাচ ভারত

২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..