নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় পিস্তল ও সুইচ গিয়ার চাকু এবং মোবাইল সহ এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়েছে বলে রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে(৫অক্টোবর) রাতে রূপগঞ্জ থানা পুলিশ কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই যুবককে আটক করা হয় এবং তল্লাশি চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামীঃ পেরালের ছেলে মোঃ এনামুল হক(১৯)।
উদ্ধারকৃত সামগ্রীঃ আসামীর কাছ থেকে দেশীয় তৈরি পিস্তল ৯.৫ ইঞ্চি ফায়ারিং পিন যুক্ত আছে,সুইজ গিয়ার চাকু(ধাঁড়ানো অস্ত্র) লম্বা ৯ ইঞ্চি এবং আইটেল কোম্পানির পুরাতন স্মার্টফোন যাহার সীম জব্দ করা হয়েছে।
রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা(ওসি)মোক্তার হোসেন বলেন,গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র বহন করে আসছিল এবং স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অবৈধ অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...