সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণসভা ও দোয়া মাহফিল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৭০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শহীদ গোলাম রশিদ বকুল ও আবু মোহাম্মদ সাইম স্মৃতি সংঘের প্রতিষ্ঠা সভাপতি মো. মনির হোসেন দেওয়ান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো, সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াদুল ভুঁইয়া, ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান মিয়া, যুগ্ন আহ্বায়ক চাঁন মিয়া, ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুল করিম মাস্টার, আকতার হোসেন, ফায়েজ আহমেদ, মনির হোসেন মেম্বার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা জীবন ও রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। তাদের আজীবন সম্মান দিতে হবে। তারাই এদেশের স্বাধীন পতাকা ও মানচিত্র এনে দিয়েছেন।
১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতার যুদ্ধে রূপগঞ্জের রূপসী এলাকার বাসিন্দা গোলাম রশিদ বকুল ও ভোলাব এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ সাইম পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত হন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জের ৪জন মুক্তিযোদ্ধার নামে চারটি সড়কের নামকরণ করার অনুমোদন হলেও অদ্যবধি স্মৃতিফলক স্থাপন হয়নি।

খুব শিগগির ওই চার মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করা হবে। মুক্তিযোদ্ধাদের সংগঠন শক্তিশালী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..