সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে সরকারি খাল হালট পুনরুদ্ধার ও নদী দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে সরকারি খাল, খাস জমি পুনরুদ্ধার, অবৈধ স্থাপনা অপসারণ, পরিবেশ দূষণ, নদী দূষণ ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে সিটি গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ১৪ ডিসেম্বর শনিবার রূপসী-কাঞ্চন বাইপাস সড়কের সিটি গেইট এলাকার রূপসি নিউ মডেল স্কুলের সামনে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর যুবদলের আহ্বায়ক ও সাইনবোর্ড এলাকার বাসিন্দা আফজাল কবির। সভায় বক্তব্য রাখেন, তারাবো পৌর বিএনপি সভাপতি ও নোয়াপাড়া এলাকার বাসিন্দা তাশিক হক ওসমান, তারাবো পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও গন্ধর্বপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান পিন্টু, রুপসী এলাকার মীর মফিদুল, নোয়াপাড়া বাসিন্দা হাজী মফিজুর রহমান, বরপা এলাকার হাজী বাবুল, গন্ধর্বপুর এলাকার আলতাফ হোসেন, রূপসী এলাকার হাজী মনির হোসেন, তারাবো এলাকার রাজিব আহম্মেদ, আরিফুল ইসলাম, সাইনবোর্ড এলাকার রেনু বেগম, খাদুন এলাকার রায়হান মীর, বরপা এলাকার আনিসুর রহমান, মইকুলি এলাকার নাজমুল হাসান, মকবুল হোসেন, কর্ণগোপ এলাকার দুলাল চৌধুরী, কাহিনা এলাকার মাহমুদুল হাসান টিটুসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের আমলে গাজীর সহায়তায় এ সিটি গ্রুপ গত ১৬ টি বছর তারাবো পৌরসভার মানুষের জমি কেড়ে নিয়েছে। যেখানে তার জমি দরকার সেখানে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। খাল দখল করেছে। কৃষি জমিতে বালু ভরাট করে কৃষকের চাষাবাদে বাঁধাগ্রস্থ করেছে।

এ বালু ভরাট ও জলাবদ্ধতার কারণে আজকে তারাবো পৌরসভায় হাজার হাজার বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। শুধু তাই নয় এ সিটি গ্রুপ তার মেইলের বর্জ্য নদীতে ফেলে নদী দূষণ করছে। আশপাশের পরিবেশ দূষণ করছে। সিটি গ্রুপ তাদের মালবাহী গাড়ী পার্কিং করে এ রূপসী-কাঞ্চন সড়ক দখল করে নিয়েছে। আমরা স্থানীয়রা সিটি গ্রুপের দ্বারা এ সরকারি খাল, খাজ জমি, অবৈধ পার্কিং, পরিবেশ ও নদী দূষণ বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আর যদি বন্ধ করা না হয় তাহলে আমরা আবার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..