নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর বিকেলে ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মী সভা হয়। সম্মেলনে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার ও সাধারণ সম্পাদক প্রার্থী নাঈমের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীদের ঢল নেমে এসেছে। মিছিলে ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকার দেড় সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেয়। ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া ও ভোলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম সাব্বির, জসিম উদ্দিন, ওমর ফারুক, মন্টু,
ভুলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী কামাল, সজিব, মাসুদ, বিল্লালসহ আরো অনেকে।
আপনার মন্তব্য প্রদান করুন...