সংবাদ শিরোনাম :
ভয়াবহ হতে পারে আগামী দিনগুলো। তাই এখনই ঐক্যবদ্ধ হোন, সংগঠিত হোন, জনগণের সঙ্গে সংযোগ বাড়ান: এড. টিপু দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করায় মহানগর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ-৫ এ গণজোয়ারের নাম আবু জাফর আহমেদ বাবুল, মিছিলে হাজারো মানুষের ঢল বক্তাবলী ইউনিয়নে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ, ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট টিপু রূপগঞ্জে হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গণমানুষের কাছে ৩১ দফা পৌঁছে দিতে নিরলস প্রচার, এগিয়ে আছেন আবু জাফর আহমেদ বাবুল ষড়যন্ত্রে বিচলিত নই: মাওলানা ফেরদাউস মনে রাখবেন, মানুষের ভালোবাসাই আমাদের আসল পুঁজি: এড. টিপু নারায়ণগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ, আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে নেতৃত্ব দেন সোহেল
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

ষড়যন্ত্রে বিচলিত নই: মাওলানা ফেরদাউস

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে ধর্মীয় রাজনীতি করার কারণে তাকে বারবার মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মাওলানা ফেরদাউসুর রহমান জানান, বিগত সময়ে তার নামে মোট ৪৬টি মামলা দায়ের করা হয়েছিল এবং তাকে তিনবার কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমি হেফাজতের রাজনীতি করার কারণে বারবার কারাগারের অন্ধকারে দিন কাটিয়েছি। তবু নীতি ও আদর্শের প্রশ্নে কখনও আপস করিনি। আমি সবসময় দেশের ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছি।

তিনি আরও অভিযোগ করেন, নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবার তার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্রের জাল বুনেছে। সাম্প্রতিক সময়েও কিছু গণমাধ্যমে তার নামে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

তবে এসব ষড়যন্ত্র ও অপপ্রচারে তিনি বিচলিত নন বলে জানান মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই প্রোপাগান্ডা আমার বিরুদ্ধে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রেরই অংশ। জনগণ সব জানে, সত্য একদিন প্রকাশ হবেই। এসব মিথ্যা প্রচারণা বা ষড়যন্ত্র করে আমাকে আমার আদর্শিক ও রাজনৈতিক লক্ষ্য থেকে সরানো যাবে না। আমি এসব সংবাদে বিন্দুমাত্র বিচলিত নই।

তিনি আরও বলেন, আমার রাজনীতি জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য। যারা আমার জনপ্রিয়তা ও অবস্থান দেখে ভয় পাচ্ছে, তারাই আজ বিভিন্ন পথে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি, আল্লাহর সাহায্য ও জনগণের ভালোবাসাই শেষ পর্যন্ত সত্যের জয় নিশ্চিত করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..