সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা ও শিক্ষাসফর সম্পন্ন

আবু কাউসার মিঠু / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

রূপগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নারী শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে।

বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষাসফর-২৫ উপলক্ষে ময়নামতি, শালবন বিহার, ময়নামতি যাদুঘর, বার্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইংরেজ শহিদদের সমাধিস্থল ময়নামতি ওয়ার সিমেট্রিসহ কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে।
পরে ময়নামতি পাহাড়ের উপর স্থাপিত শালবন রির্সোটে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তারা আয়োজন করে।
এ শিক্ষাসফরে অংশ নেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান, সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ আল-আমিন মিয়া, মোঃ মোহসিন মিয়া, মোঃ খলিল উল্লাহ, মাসুদ রানা, রমজান হোসেন, হাবিবুল্লাহ বাহার, শাকিল খন, শাহজালাল গাজী, রাসেল মিয়া, আলী আকবর সরকার, মোহাম্মদ আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, মোঃ নুরনবী, শিক্ষিকা সাধনা রানী সরকার, আরিফা সুলতানা, হাসিনা আক্তার, হাজেরা আক্তার, মাগফেরাত খাতুন ময়না, রেজওয়ানা সিকদার সাথী প্রমুখ।

শিক্ষাসফরে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম বাবু, বিএসসি ইঞ্জিনিয়ার মাসুদ হাসান, রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আব্দুর রাজ্জাক সরকার জুয়েল ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেনসহ অতিথিবৃন্দ অংশ নেন। পরে র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৯৭৯সালে ১৬৯শতাংশ জমি নিয়ে রূপগঞ্জের প্রথম নারী শিক্ষা কেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পাকিস্তান আমলে দেশের ২২পরিবারের অন্যতম সদস্য শিল্পপতি গোলবক্স ভুঁইয়ার ছেলে ও রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান ভুঁইয়া তাঁর মায়ের নাম অনুসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
২০১৬সালে বিদ্যালয়টি রূপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। ইতিমধ্যে একটানা সাত বছর জেএসসি ও এসএসসিতে শতভাগ পাশের সাফল্যে এ বিদ্যালয়টি অর্জন করে। প্রায় প্রতি বছরই এ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে।
জাতীয় দিবসের অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শন, মার্চপাস্ট, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সংঙ্গীত, একক অভিনয়, রচনা প্রতিযোগিতা, নৃত্য, উপস্থিত বক্তিতাসহ বিভিন্ন ইভেন্টে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সুনাম বয়ে এনেছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে লেখাপড়া করছে। অনেকেই চিকিৎসক, প্রকৌশলী, সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন। শিক্ষার মানোন্নয়নে ক্লাস পরীক্ষা, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নেওয়া হয়। মা সমাবেশের আয়োজন করা হয়। এখানে ভৌত অবকাঠামো ও প্রয়োজনীয় দক্ষ শিক্ষক ও কর্মচারী রয়েছেন। নারী শিক্ষা প্রদানে বিদ্যালয়টি রূপগঞ্জে অগ্রণী ভূমিকা রেখে চলছে।

সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বর্তমানে আইইউবিতে সিইসি বিভাগে অধ্যয়ণরত শিক্ষার্থী মানসূরা জান্নাত মনিমা বলেন, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখা সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত মেধাবী ও যত্নশীল। তাদের পাঠদানের কৌশলে শিক্ষার্থীরা মেধাবী হচ্ছে এবং দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে।

উল্লেখ্য আগামীকাল ২৭ফেব্রুয়ারি বৃহস্পতিবার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির কার্যনির্বাহী সদস্য ও গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উদ্বোধক হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ গোলাম ফারুক খোকন ও বিশেষ অতিথি হিসেবে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল উপস্থিত থাকবেন।

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) :

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..