সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সাংবাদিক মো: আসাদুজ্জামান নুরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও দৈনিক দিনকাল ,দেশ রুপান্তরের জহিরুল ইসলাম মৃধা, সাধারন সম্পাদক ও বাংলাভিশন টেভি , দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মুহাম্মদ আল আমিন (এমএ), সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক প্রথম দিগন্ত কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ঘোষনার জামান ভূইয়া, যুগ্ন সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ, ভোরের আকাশের আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক নওরোজের আকতার হোসেন (বিএ অনার্স )প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোনারগাঁও উপজেলার সার্বিক সমস্যার বিষয় তুলে ধরতে এবং সেগুলো সমাধানের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...