আজ ১৪ মে ২০২৫ বুধবার বাদ মাগরিব সোনারগাঁ থানা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা আওতাধীন আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন কার্যক্রমের ধারাবাহিকতায় সোনারগাঁ থানা গঠন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক ও জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সমন্বয়কারী ও জেলা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর কবির, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ওমর ফারুক, জেলা আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. জোবায়ের হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সারাবিশ্বেই আইন-শৃংখলা রক্ষায় দক্ষতার জন্য প্রশংসিত। সেই সেনাবাহিনী ম্যাজেস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার পরেও আইন-শৃংখলা পরিস্থিতির করুণ দশা আমাদেরকে বিচলিত করছে। এর পেছনে কোন রাজনৈতিক দুরভিসন্ধি কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
মাওলানা দ্বীন ইসলাম বলেন, ফ্যাসিবাদের আমলের কথা বাদ দিলেও অভ্যুত্থান পরবর্তী সরকারের দীর্ঘ দিন অতিবাহিত হলেও আইন-শৃংখলা পরিস্থিতির তেমন কোন উন্নতি হয় নাই। চলতি বছরের প্রথম দুইমাসের পরিসংখ্যানে প্রতিদিন গড়ে ৯ জন মানুষ খুন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের ঘটনা আমাদেরকে ব্যথিত ও বিস্মিত করেছে। সামান্য ঘটনায় মেধাবী এক তরুণের এমন মৃত্যু কখনই মেনে নেয়ার মত নয়। দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
আগামী নির্বাচনে কল্যাণকামী, জনদরদি, দেশপ্রেমিক দলকে বা গোষ্ঠীকে রাষ্ট্রক্ষমতায় সমাসীন করতে ইসলামী আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।
পরিশেষে আহ্বায়ক ফারুক আহমদ মুন্সী, সমন্বয়কারী মোঃ ইয়াসিন প্রধান-এর নাম ঘোষণা করা হয় এবং পরবর্তী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেয়া হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...