সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

স্ত্রীসহ ভূয়া মেজর সেনাবাহিনীর খাঁচায় বন্দী

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ৭২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

জগন্নাথপুরে সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী ভূয়া মেজর বাসিদুর(৩৮) ও তার স্ত্রী শেলিনা আক্তার (২৬)কে আটক করেছে ছাতক সেনা ক্যাম্পের একটি টিম। গ্রেপ্তারকৃতদের থানায় সোর্পদ করেছে সেনাবাহিনী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হরিপুর গ্রাম নিবাসী ক্বারী মখলিসুর রহমান এর মেয়ে শেলিনা আক্তার এর স্বামী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের ছেলে বাসিদুর রহমান (৩৮) বেশ কয়েকদিন ধরে স্ত্রী সহ শ্বশুরালয়ে অবস্থান করে আসছিলেন। এবং হরিপুর গ্রাম এলাকা সহ বিভিন্ন স্থানে বাসিদুর রহমান (৩৮) নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তার নানা কার্যকলাপে স্থানীয়দের মনে সন্ধিহান হলে ১০ই মার্চ রোজ সোমবার ছাতক সেনা ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনী ও জগন্নাথপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন স্থানীয়রা। খবর পেয়ে ছাতক সেনা ক্যাম্পের একদল সেনাবাহিনী এই ভূয়া মেজর বাসিদুর রহমান (৩৮) ও তার স্ত্রী শেলিনা আক্তার (২৬)কে আটক করার পাশাপাশি একটি এক্স নোহা, দেশীয় ধারালো অস্ত্র, পাসপোর্ট, সেনাবাহিনীর পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জগন্নাথপুর পুলিশে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..