নারায়ণগঞ্জে ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যা কান্ডের ২১ বছর পর আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ফতুল্লা তল্লা ছোট মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মে. মাসুম (৪৭)। সে ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার আব্দুল আহাদ মিয়ার ছেলে।
র্যাব-১১ এর পক্ষ থেকে গনমাধ্যমে জানানো হয় , দীর্ঘ ২১ বছর পর ফতুল্লায় মুরাদ হত্যা মামলায় মাসুম নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেন নারায়ণগঞ্জের আদালত। গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুম ফতুল্লা তল্লা ছোট মজিদ মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। আর নিহত কিশোর মুরাদ একই এলাকার পনির হোসেনের ছেলে।
২০০৪ইং সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মো.মাসুদসহ তার সহযোগিরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে ওই খুনের ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন
আপনার মন্তব্য প্রদান করুন...