নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁওয়ে পুলিশি চেকপোস্টে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।
শনিবার (২৫ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সোনারগাঁও থানায় কর্মরত এসআই (নিঃ) রতন বৈরাগীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে কুমিল্লার দিক থেকে আসা ঢাকা গামী একটি SUZUKI মোটরসাইকেল (রেজি নং- খুলনা মেট্রো-ল-১৩-৫৩৩৮) থামানোর জন্য সিগন্যাল দিলে মোটরসাইকেলে থাকা এক পুরুষ ও এক নারী পালানোর চেষ্টা করে। পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাদের আটক করে।
আটককৃতদের নাম পরিচয় হলো:
১. আবদুল মান্নান (৩২), পিতা- আবদুল হামিদ, মাতা- ফরিদা বেগম, সাং- জুইদন্ডী, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম।
২. রিয়া মনি (২৫), স্বামী- মো. ইউসুফ, সাং- জুইদন্ডী, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, এই মাদক সরবরাহকারী চক্রের মূল হোতারা এবং শেল্টারদাতাদের আইনের আওতায় আনা হোক।
আটককৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে কারা তাদের আশ্রয় দিয়েছে এবং কাদের কাছে এই ইয়াবা ট্যাবলেট সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল—তা উদঘাটন করা জরুরি।
এছাড়া, যাদের কাছে এই বিপুল পরিমাণ ইয়াবা পৌঁছে দেওয়ার কথা ছিল, তাদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।
আপনার মন্তব্য প্রদান করুন...