সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

রূপগঞ্জের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় সুটার মাসুদ বাহিনীর হুমকি অব্যাহত হোন্ডা মহড়ায় জনমনে আতঙ্ক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহাঙ্গীর মাহমুদ ও মীর শফিকুল ইসলামের উপর হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ কর্মসুচী করাকে কেন্দ্র করে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা আরো বেপরোয়া উঠেছে। ক্ষিপ্ত হয়ে এলাকায় হোন্ডা মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করছে।

এলাকায় প্রকাশ্যে দিবালোকে মহড়া ও ঘুরে বেড়ালেও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করছেনা। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপগঞ্জের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
রূপগঞ্জের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে রূপগঞ্জ প্রেসক্লাবে হামলার আশঙ্কায় ও জীবনের নিরাপত্তা চেয়ে গত বুধবার রাতে বাংলাভিশন টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার খলিল সিকদার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।
বাংলাভিশন টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার খলিল সিকদার অভিযোগ করে জানান, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকার সাধারন মানুষ। ভয়ে কেউ প্রতিবাদটুকু করার সহাস পায়না। এ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ দিয়ে সংবাদ প্রকাশ করায় এবং ক্ষতিপুরণ বাবদ দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় গত ১৭ নভেম্বর ও ১ ডিসেম্বর দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর দুই দফায় হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনা ঘটায় সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা। এছাড়া ২৯ ডিসেম্বর রাতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলামের উপরও হামলা চালায় এ বাহিনীর সদস্যরাই। এসব ঘটনায় রূপগঞ্জ থানায় বিভিন্ন স্থানে ঘটনার পরিপ্রেক্ষিতে ৩টি মামলা ও দুইটি সাধারন ডারেী করা হয়।
পরে হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গত ৩ ডিসেম্বর মানববন্ধন-বিক্ষোভ কর্মসুচী করাকে কেন্দ্র করে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা আরো বেপরোয়া উঠে। ক্ষিপ্ত হয়ে এলাকায় হোন্ডা মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এলাকায় প্রকাশ্যে দিবালোকে মহড়া ও ঘুরে বেড়ালেও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করছেনা। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপগঞ্জের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
তবে, মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী হাসান বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..