বিসিক এনআর গ্রুপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের সেনাবাহিনীর হাতে আটক ৬
ফতুল্লার বিসিক শিল্পাঞ্চল এলাকার এনআর গ্রুপে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা কালে সেনাবাহিনীর হাতে আটক হয় ছয় জন।
১৭ই ডিসেম্বর মঙ্গলবার সকালে বিসিক এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ৬ জনকে আটক করে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন মোহাম্মদ রুবেল (২৬) পিতা মৃত সুরত আলী, মোঃ সজিব (২৫) পিতা নিজামুল হক, মোহাম্মদ শহীদ (৪০) পিতা মৃত আব্দুল বাতেন দ্বীন ইসলাম (২৫) পিতা মৃত তারা মিয়া। অপর দুজনের নাম নিউজ লেখার সময় পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়নি।
ফতুল্লা মডেল থানার এসআই কামাল হোসেন জানান, বিসিক এলাকার এন আর গ্রুপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদেরকে আটক করে সেনাবাহিনী। তাদের সকলকে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য প্রদান করুন...