সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে উপজেলা কাপ ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৭১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

বগুড়ার শেরপুরে পঞ্চম উপজেলা কাপ ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু হয়েছে। ‘স্কাউটিং করবো, স্বনির্ভর বাংলাদেশ গড়বো-এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (০২জানুয়ারি) বিকেলে শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে ওই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। এটি চলবে আগামি ০৫জানুয়ারি সকাল আটটা পর্যন্ত। সমাবেশে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত পনেরটি স্কাউট ও পঞ্চাশটি কাপ দল ক্যাম্পুরীতে অংশগ্রহন করেছে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজোয়ানা হোসেন, উপজেলা স্কাউট কমিশনার কেএম মাহবুবার রহমান হারেজ, সম্পাদক এটিএম মোর্শেদুল হাসান, শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম, শিক্ষক শাহনাজ পারভীন, সেলিনা সুলতানা লিখন, তাপস বসাক, ফিজার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই কাপ ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়। এতে অংশ নেওয়া ফারহান হোসেন বলেন, স্কাউট সমাবেশ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো। পাশাপাশি আমার দলকে প্রথম করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। এজন্য চারদিন ব্যাপি এই সমাবেশে সব ধরণের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।স্কাউট সমাবেশে প্রধান অতিথি জেলার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, গোটা পৃথিবীজুড়েই স্কাউটিংয়ের কার্যক্রম রয়েছে। যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সব সময় ছুটে চলেন তাঁরা। তাই এই সমাবেশ থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন বলে মন্তব্য করেন তিনি।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..