সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী  ৩ দিনের রিমান্ডে

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেলে ৭ দিনের রিমা- চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী উভয় পক্ষের শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুল ছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধ ছাত্র-জনতার আন্দোলনের মধ্য আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলের সময়ে রূপগঞ্জের নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়াকে হত্যা করা হয়। এই ঘটনায় গত ২১ আগস্ট নিহতের খালা রিনা বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় শেখ হাসিনা, উবায়দুল কাদের ও গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পা সহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় এর আগেও ৬ দিনের রিমা- মঞ্জুর করেছিলো আদালত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..