সংবাদ শিরোনাম :
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়- জাহিদুল ইসলাম মিঞা ‘বিষপান করা’ চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের পায়ের রগ কেটে ফেলার হুমকির অভিযোগ সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী  ৩ দিনের রিমান্ডে

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেলে ৭ দিনের রিমা- চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী উভয় পক্ষের শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুল ছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধ ছাত্র-জনতার আন্দোলনের মধ্য আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলের সময়ে রূপগঞ্জের নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়াকে হত্যা করা হয়। এই ঘটনায় গত ২১ আগস্ট নিহতের খালা রিনা বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় শেখ হাসিনা, উবায়দুল কাদের ও গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পা সহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় এর আগেও ৬ দিনের রিমা- মঞ্জুর করেছিলো আদালত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..