নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ইউপি মেম্বার আবুল হোসেন তুষার।
শুক্রবার(১০ই জানুয়ারি)সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন হাবিবপুর এলাকায় তার নিজস্ব বাড়ির আঙ্গিনায় ওই কম্বল বিতরণ করেন আবুল হোসেন তুষার মেম্বার।
তিনি জানান,প্রতিবারের ন্যায় এবারোও তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
পর্যায়ক্রমে অত্র ওয়ার্ডের একটি এলাকায় কম্বল বিতরণ করবেন।
এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুজ্জামান প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি:
আপনার মন্তব্য প্রদান করুন...