সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

প্রবাসীর ২১ লাখ টাকা ছিনতাই ঘটনার তিন ডাকাত গ্রেপ্তার

মোঃ হাবিব / ৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

 

নারায়ণগঞ্জের বন্দরে বাসযাত্রী দুই দুবাই প্রবাসীর কাছ থেকে ২১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার ১০ দিন পর পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। গত বুধবার (২২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মাধবখালি গ্রামের মোমেন উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম মাঝি (৫২), আব্দুল হামিদ হাওলাদারের ছেলে নেসার উদ্দিন বাচ্চু (৫২), এবং শাহানাজ মুন্সির ছেলে বাবুল (৪০)। বৃহস্পতিবার দুপুরে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানার কেওঢালা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা গেছে, প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়াকে র‌্যাব পরিচয়ে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা। তাদের মারধর করে সঙ্গে থাকা নগদ ২১ লাখ টাকা, পাসপোর্ট, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে নেয়। পরে ঢাকার ডেমরার আমুলিয়া এলাকায় রাস্তার পাশে ফেলে দেয়া হয়।
কুমিল্লার আবু হানিফ ও ব্রাহ্মণবাড়িয়ার রাজিব ভূঁইয়া ১৪ জানুয়ারি ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তারা কিছু ডলার বিক্রি করে কুমিল্লার উদ্দেশ্যে বাসে রওনা হন। বন্দর থানার কেওঢালা এলাকায় তাদের বাস থামিয়ে দুর্বৃত্তরা র‌্যাবের পোশাকে হ্যান্ডকাফ ও পিস্তল হাতে তাদের নামে মামলা আছে বলে বাস থেকে নামায়।
আবু হানিফ জানান, দুর্বৃত্তরা বাসের যাত্রীদের বাধা অগ্রাহ্য করে জোরপূর্বক তাদের মাইক্রোবাসে তোলে। তাদের চোখ, হাত ও পা বেঁধে মারধর করে এবং পায়ে গুলি করার হুমকি দেয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। তাদের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..