সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

রূপগঞ্জে ওয়াসার কাজে বিদেশী ঠিকাদারি প্রতিষ্ঠানের দূর্ণীতির প্রতিবাদ ও বকেয়া টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ / ৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পের অধীনে নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পুরণে বিগত সরকার মেঘনা নদীর পানি শোধনের উদ্যোগ নেয়।

কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর ২০২৩ সাল থেকে দিনে ৫০ কোটি লিটার পানি পাবার কথা ছিল ঢাকা ওয়াসার।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফ্রেন্স ডেভলপমেন্ট এজেন্সি (এএফডি), ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৫ হাজার ৬’শ কোটি টাকা। রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজের শুরু হয় ২০১৯ সালে।
কিন্ত গত ছয় বছরেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। উল্টো দেশীয় সহ-ঠিকাদারি প্রতিষ্ঠান আর শ্রমিকদের বেতনভাতা বাকি রেখে লাপাত্তা ফ্রান্সের ঠিকাদারি প্রতিষ্ঠান সুয়েজ-ভেউলিয়া । শত শত কোটি টাকা লুটপাটে সামনে আসছে ওয়াসার কিছু অসাধু কর্মকর্তা আর সাবেক আলোচিত ওয়াসার এমডি তাসকিন এ খানের নাম।
তাই পাওনা টাকা আর বকেয়া বেতন আদায়ে শুক্রবার মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

দেশীয় প্রতিষ্ঠান এরিডড এর প্রকল্প কর্মকর্তা শরিফ আহমেদ জানান, ২০২০ সালে ২৮ মাসের চুক্তিতে গন্ধর্বপুর প্রকল্প এলাকার থেকে মেঘনা নদীর বিশনন্দি পর্যন্ত ২২ কিলোমিটার এলাকার পানির পাইপলাইন স্থাপন ও রাস্তা মেরামতের জন্য সুয়েজ ২৪০ কোটি টাকার চুক্তিতে কাজ দেয় তাদের প্রতিষ্ঠানকে৷ প্রায় ৮ মাস আগে ৯৫ শতাংশ কাজ সম্পন্ন করার পরও ৮০ কোটি টাকা বকেয়া রেখে লাপাত্তা রয়েছে প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগী শ্রমিকরা জানান, গত জুন থেকেই বেতন ভাতা বন্ধ তাদের৷ বিদেশী প্রতিষ্ঠান এরিডডসহ দেশীয় আলাদা তিনটি প্রতিষ্ঠানকে সাব কন্ট্রাক্ট কাজ দিয়ে ওয়াসার কয়েকজনের যোজসাজসে তুলে নিয়ে ৮০ শতাংশ বিল।
ঋণের টাকা এমন নজিরবিহীন লুটপাটে উদ্বেগ জানিয়েছেন এরিডড।তাদের দাবি এই টাকা সুদসহ ফেরত দিবে হবে বাংলাদেশকে।

ওয়াসার একটি সূত্র জানায়, আওয়ামীলীগের সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, ওয়াসার আলোচিত সাবেক এমডি তাকসিম এ খান এই লুটপাটে জড়িত। ৫৬০০ কোটি টাকার প্রকল্পের বাইরেও কোভিট ভর্তুতি শতকোটি টাকা, ভেরিয়েশন, নকশা পরিবর্তনসহ বিভিন্ন অজুহাতে ৮১৫১ কোটি টাকা ব্যয় ধরে ৮০ শতাংশ বিল উঠিয়ে নিলেও প্রকল্পটি বাস্তবায়ন করেননি ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।

বিদেশী ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন দূর্ণীতি আর দেশীয় প্রতিষ্ঠান ও প্রকল্পে কর্মরত শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবিতে শুক্রবার দুপুরে মানববন্ধনে সহ-ঠিকাদার প্রতিষ্ঠান ও শ্রমিকেরা বলেন, শতকোটি টাকা এই প্রকল্পে লুটপাট হলেও আমরা আমাদের পাওনা টাকা ও ৮ মাসের শ্রমিকদের বেতন পাচ্ছি না। আগামী এক সপ্তাহের মাঝে বকেয়া টাকা পরিশোধ করা না হলে ওয়াসা ভবনের সামনে আমরন অনশনের হুশিয়ারি তাদের।

এ ব্যাপারে ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক ওয়াহিদ মুরাদ জানান, বিষয়গুলো জানা নেই তার। ঠিকাদারের সাথে কথা বলে সব জটিলতা নিরসনের আশ্বাস এই কর্মকর্তার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..