সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে মা‌ছের ড্রা‌মে গাঁজা কারবার, র‌্যা‌বের জা‌লে আটক ২

বিশেষ প্রতিনিধি / ১০১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে ৩১ কেজি গাঁজা সহ ২ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব। বুধবার সন্ধ‌্যায় সাওঘাট এলাকায় র‌্যাব ১১ সি‌পি‌সি-১, অ‌ভিযা‌নটি প‌রিচালনা ক‌রেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শহিদুল ইসলাম। এসময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চারু মিয়া এবং মফিজ মিয়া না‌মে ২ জন‌কে নি‌ষদ্ধি মাদকদ্রব‌্য ৩১ কে‌জি গাঁজাসহ গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

জানা গেছে, মাদক কারবারীরা উল্লেখিত মাদক পাচা‌রের জন‌্য অ‌ভিনব কৌশল অবলম্বন ক‌রে‌ছিল। গোপন সূ‌ত্রের ভি‌ত্তি‌তে, তাদের গেপ্তার কর‌তে সক্ষম হয় অ‌ভিযা‌নিক দ‌ল‌টি। মাদক যেন তল্লাশী ক‌রে না পাওয়া যায় এজন‌্য কারবারীরা এক‌টি মা‌ছের ড্রা‌মে ক‌রে বিপুল প‌রিমান গাঁজা লু‌কি‌য়ে রে‌খে‌ছিল। সেখা‌নে উপ‌রে রাখা হ‌য়ে‌ছিল মাছ এবং নী‌চে রাখা হ‌য়ে‌ছিল গাঁজা।

এ বিষ‌য়ে কথা হ‌লে নারায়ণগঞ্জ র‌্যাব ১১ সি‌পি‌সি-১ অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শহিদুল ইসলাম জানায়, র‌্যাব সার্বক্ষ‌নিক সকল ধর‌ণের অপরাধ, মাদক দ্রব‌্য ও সন্ত্রাস নির্মু‌লে কাজ ক‌রে যা‌চ্ছে। সেই ধারাবা‌হিকতায় গোপন ত‌থ্যের ভি‌ত্তি‌তে মাদক দ্রব‌্য বি‌রোধী অ‌ভিযা‌নে যাই। রূপগ‌ঞ্জের সাওঘাট এলাকায় চেক‌পোস্ট ব‌সি‌য়ে তল্লাশী ক‌রে ৩১ কে‌জি মাদকসহ ২জন‌কে গ্রেপ্তার করা হয়। তা‌দের বিরু‌দ্ধে মাদকদ্রব‌্য বি‌রোধী আইনে মামলা রুজুর প্রস্তুতী চল‌ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..