নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে হাজারো নেতা কর্মীর বিশাল শোডাউন বের হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের ব্যাবস্থাসহ ৪ দফা দাবি বাস্তবায়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে জাকির হোসেন রবিনের নেতৃত্বে বিশাল কর্মীবহর সমাবেশে যোগ দেয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহরের খানপুর এলাকায় অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশ বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও, দুপুর থেকেই প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে সভাস্থলে এসে জড়ো হন। এসময় পুরো নগরী মিছিলের নগরীতে পরিনত হয়।
সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে যাওয়া মিছিল সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। তার এই শোডাউনে দলীয় নেতা-কর্মীদের বাইরেও সাধারণ জনসাধারণেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
আপনার মন্তব্য প্রদান করুন...