সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

ছিনতাইকারীদের হটস্পট হয়ে উঠছে নারায়ণগঞ্জ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জে ছিনতাই বেড়েছে। প্রতিনিয়ত প্রয়োজনে বাসা থেকে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে নগরবাসীর। বেশির ভাগ ঘটনাতেই ভুক্তভোগীরা মামলার করছেন না। প্রথমত ভোগান্তি থেকে রেহাই পাওয়া, দ্বিতীয়ত সঙ্গে থাকা মোবাইল ও অল্প পরিমাণ অর্থ খোয়া যাওয়ায় ঘটনাটি অনেকেই স্বাভাবিকভাবে নেন।

তবে সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের আটটি স্পষ্টকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে চাষাঢ়া, উকিলপাড়ার সামনে বঙ্গবন্ধু সড়ক, নয়ামাটির হোসিয়ারী পল্লীর পাশে অবস্থিত করিম মার্কেট, মাসদাইরের বোয়ালিয়া খাল, জামতলা ও চাষাঢ়া-পঞ্চবটী সড়কের ইসদাইর অক্টো অফিসের সামনে, দেওভোগ পানির ট্যাংকি, জিমখানা রেলওয়ে কলোনি সংলগ্ন জল্লারপাড় পার্ক এবং শীতলক্ষ্যা নদী তীরের ওয়াকওয়েগুলোতে সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এছাড়া চাষাঢ়া থেকে দুই নম্বর রেল গেট, চাষাঢ়া থেকে পঞ্চবটী পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এবং ফতুল্লার কাশিপুর এলাকায় প্রায় প্রতিদিন ছিনতাইকারীদের কবলে পড়ছেন সাধারণ মানুষ।
বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত সড়কের আনাচে কানাচে সরব থাকেন ছিনতাইকারীদের চক্র। সুবিধাজনক স্থানে কাউকে দেখলেই টার্গেট করে সবকিছু নিয়ে নেন তারা। এ সময় কেউ তাদের সঙ্গে থাকা টাকা কিংবা মোবাইল এবং স্বর্ণালংকার দিতে রাজি না হলে ছুরিকাঘাত করা হয়। আর এ কারণে নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল হাসপাতাল এবং ৩০০ শয্যা বিশেষায়িত হাসপাতালে ছিনতাইকারীদের আঘাতে আহত রোগীর উপস্থিতি দিনদিন বাড়ছে।
স্থানীয়রা বলছেন, রাতে পুলিশ এবং র‍্যাবের টহল বৃদ্ধি না করা হলে ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই কমানো সম্ভব না। পাশাপাশি যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তবে ছিনতাই বন্ধে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে গভীর রাতে পুলিশের তৎপরতাও দেখা গেছে। বিশেষ করে মধ্যরাতে শহরের কোনো দোকানপাট খোলা দেখলে সেখানে বাধা প্রদান করছে তারা।

মধ্যরাতে শহরে টহলরত বেশ কয়েকজন পুলিশ বলেন, ছিনতাইকারীরা রাতে যেখানে দোকানপাট খোলা দেখতে পায় সেখানে অবস্থান করে। এরপর সেখান থেকে টার্গেট করা মানুষের পিছু নেয় এবং সময় বুঝে ছিনতাই করে। এর আগে আমরা সন্দেহ করে কাউকে আটকালে জানান দোকানে এসেছেন। তাই আমরা রাত ১২টার পর কোনো দোকানপাট খোলা রাখতে নিষেধ করেছি শহরে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন বলেন, আমাদের পুলিশ সক্রিয় আছে। ছিনতাই প্রতিরোধে আমরা সব ধরনের চেষ্টা করছি। আগের চেয়ে শহরে ছিনতাই কমেছে। আশা করি নারায়ণগঞ্জ শহর থেকে ছিনতাইকারী নির্মূল করতে পারব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..